(C)Image:ছবি |
।। সৌম্য শর্মা।।
ফিকে ঘাসে মোড়া অসমান জমির উপর
এক প্রাণ কথা আর এক বুক আকাশ নিয়ে
দুটি হৃদয়, পাশাপাশি পরস্পর…
দূরে দেবালয় থেকে আসা হালকা আলো
মেঘের ফাঁকে উকি দেওয়া মরা চাঁদ
আকাশে তারার ঝাড়বাতি;
আবছা আলোয় কেমন এক বিচিত্র অনুভূতি
তীব্র নেশায় যেন ঘোর লাগা
একজন কিছু বলবে বোধহয় নির্জনতায়
আরজন, তিনটি শব্দ শোনার অপেক্ষায়
তবু, দুজনের অন্যমনষ্কতায়
গাভীন সময় ঝাঁপ দেয় , বিষন্নতায়
জীবনের গহীন স্রোতে…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন