“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪

যুদ্ধ ভাগবত


(দৈনিক যুগশঙ্খে প্রকাশিত 28 ডিসেম্বর রবিবার এর বৈঠক এ। )





























 নীলদীপ চক্রবর্তী॥ 




মিত্রশক্তি অক্ষশক্তি
মগ্ন যুদ্ধময়
মরুভূমিতে সূর্য ফোটে
কৃষ্ণ হেসে কয় !

মিলনোন্মুখ পরমাণুরা
অংক সাঙ্কেতিক -
শ্বেতকৃষ্ণ সৈনিক দল
বাযুতে ! পদাতিক !

নভোশ্চরী লোহার পাখি
আগুন মাখা ডানা
আগুনপাখি ঝলসে পোড়ায়
ভূমির সীমানা !

সীমানা থেকে অনেক দূরে
স্থিরীকৃত হয়
স্বয়ংক্রিয় বোতামে মৃত্যূ
কৃষ্ণ হেসে কয় !

কোন মন্তব্য নেই: