(সৌজন্যঃ রবিবারের বৈঠক) |
(কবিতাটি দৈনিক যুগশঙ্খের 'রবিবারের বৈঠক,
২১ ডিসেম্বর, ২০১৪ সংখ্যাতে প্রকাশিত)
।।দেবলীনা সেনগুপ্ত।।
প্রতি শীতদিনে
কমলা – কোয়া সম
মিঠে কড়া রংসাজে
রোদ হেসে যায়
আমার ঘর- আঙিনায়
কাপাস তুলোর মত
নরম মায়ায়
আকণ্ঠ করি পান
সেই রোদগান
এবং গোধূলিবেলায়
নীড়গামী পাখির ডানায়
যবে আঁধার ঘনায়
কুয়াশা আখরে ঢাকে নিসর্গরেখা
দিকচক্রবালে
তখনই পাহাড় হতে পাহাড়ের ঢালে
জুম-খেতির আগুন শিখায়
সব শীত দূরে যায়
আগামী ফসল আশায়
এখনও...
প্রতি শিশিরবেলায়
শীতগাথা আমোদ ছড়ায়
আমার মন – আঙিনায়...।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন