।। সৌম্য শর্মা।।
মেলা যখন ভাঙ্গবে তখন, খেলা যাবো ছেড়ে
ইচ্ছে করে মুখ ফিরিয়ে থাকবো তোমায় ভুলে
ভিড়ের মাঝে মিলিয়ে যাবো, পথহারাদের দলে
সকল খেলা মিটিয়ে নিয়ে থাকবো অনেক দূরে
এমনি করে দিনে দিনে দিন যাবে যে চলে
বেলা শেষে বারে বারে সূর্য যাবে ঢলে
জানি তখন, আমায় তুমি রাখবে না আর মনে
কোটি তারার মাঝে আমায় আর পাবে না চিনে
স্মৃতির ঘরে নাইবা রবে, নাইবা পেলে মোরে
বেলাশেষের শেষ খোয়াতে অতীতের তীরে
হারিয়ে যাওয়া দিনগুলোতে দেখো খোঁজে
ছোট্টবেলার ছোটোছুটি, কান্নাহাসি, খেলাধূলার মাঝে
ফুলবাগানে, পুকুরপাড়ে নয়তো নদীর ধারে
চুপটি করে বসে দেখো, পাবে আমারে !!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন