“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১০ ডিসেম্বর, ২০১৪

দেহাতীত
























।। সৌম্য শর্মা।।


 মেলা যখন ভাঙ্গবে তখন, খেলা যাবো ছেড়ে
          ইচ্ছে করে মুখ ফিরিয়ে  থাকবো তোমায় ভুলে
 ভিড়ের মাঝে মিলিয়ে যাবো, পথহারাদের দলে
          সকল খেলা মিটিয়ে নিয়ে থাকবো অনেক দূরে

 এমনি করে দিনে দিনে দিন যাবে যে চলে
          বেলা শেষে বারে বারে সূর্য যাবে ঢলে
 জানি তখন, আমায় তুমি রাখবে না আর মনে
          কোটি তারার মাঝে আমায় আর পাবে না চিনে

 স্মৃতির ঘরে নাইবা রবে, নাইবা পেলে মোরে
          বেলাশেষের শেষ খোয়াতে অতীতের তীরে
 হারিয়ে যাওয়া দিনগুলোতে দেখো খোঁজে
          ছোট্টবেলার  ছোটোছুটি, কান্নাহাসি, খেলাধূলার মাঝে
 ফুলবাগানে, পুকুরপাড়ে  নয়তো নদীর ধারে
          চুপটি করে বসে দেখো, পাবে আমারে !!

কোন মন্তব্য নেই: