তোমার হাতে যেমন পিণাক
আমারও আছে তেমন কিছু
আর একটু তফাতে যে সারাক্ষণ দাড়িয়ে থাকে
তার হাতে কোন অস্ত্র নেই
আছে ফুল, হরেক রকম বর্ণহীন ফুল
আর আছে তার রহস্যময় নীরবতা
তার হয়তো কিছু লাল রং চাই ফুলগুলো রাঙ্গাতে।
তারপর একদিন রাস্তাটা টুকটুকে লালে পিচ্ছিল হয়ে যায়
এরপর ফুলওয়ালা মানুষটি গুটি গুটি পায়ে কাছে আসে
শিকারি গিরগিটির মত
তারপর কুম্ভিরাশ্রু ঝরিয়ে বিজয় নিশান ওড়ায়
লাল ফুল ছড়িয়ে।
আর একটু তফাতে যে সারাক্ষণ দাড়িয়ে থাকে
তার হাতে কোন অস্ত্র নেই
আছে ফুল, হরেক রকম বর্ণহীন ফুল
আর আছে তার রহস্যময় নীরবতা
তার হয়তো কিছু লাল রং চাই ফুলগুলো রাঙ্গাতে।
তারপর একদিন রাস্তাটা টুকটুকে লালে পিচ্ছিল হয়ে যায়
এরপর ফুলওয়ালা মানুষটি গুটি গুটি পায়ে কাছে আসে
শিকারি গিরগিটির মত
তারপর কুম্ভিরাশ্রু ঝরিয়ে বিজয় নিশান ওড়ায়
লাল ফুল ছড়িয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন