“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১৯ আগস্ট, ২০১২

রাজনীতি...

 
 
 
 
 
 
তোমার হাতে যেমন পিণাক
আমারও আছে তেমন কিছু
আর একটু তফাতে যে সারাক্ষণ দাড়িয়ে থাকে
তার হাতে কোন অস্ত্র নেই
আছে ফুল, হরেক রকম বর্ণহীন ফুল
আর আছে তার রহস্যময় নীরবতা
তার হয়তো কিছু লাল রং চাই ফুলগুলো রাঙ্গাতে।

তারপর একদিন রাস্তাটা টুকটুকে লালে পিচ্ছিল হয়ে যায়
এরপর ফুলওয়ালা মানুষটি গুটি গুটি পায়ে কাছে আসে
শিকারি গিরগিটির মত
তারপর কুম্ভিরাশ্রু ঝরিয়ে বিজয় নিশান ওড়ায়
লাল ফুল ছড়িয়ে।

কোন মন্তব্য নেই: