তুমি এক ভিনদেশি খরগোশ।
বর্ষার স্নায়ুদোষ দেখতে এসেছ।
এনেছ জীবন্ত তুলতুল। এখানে আশু খরাপ্রদেশে, শ্রাবণপূর্ণিমায়...
চাঁদ কি? না তো, এ যে ব্রহ্মবেশ্যার ক্লিটোরিস হে
লোভ করে
তোমার গর্হিত তুলতুলে।
এদিকে কার্তুজ শেষ করে বসে আছে
মেজাজি ফণীমনসা।
ঘাসের আদলে যাদের ভিজে থাকতে
দেখছ
তারা আসলে অনন্ত জোছনার মেদ
অনেক কাল, সহ্য করেছি সখা
এবার শিখে ফেলেছি ধনুর্বিদ্যা
তাক করে আছি, তোমার চঞ্চলতা
ভাল লাগছে।
চুপ করে আছি ...
(c) Picture:ছবি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন