।। স্বর্ণালী বিশ্বাস ভট্টাচার্য।। |
সজনে গাছে টুনটুনিটা
যখন গিয়ে বসে
ঠিক তখনই লালকমলের
স্কুলের বাস আসে।
লালকমল নীলকমল
ছোট্ট দুটি ভাই
পড়ার চাপে ওদের আর
খেলার সময় নাই।
হারিয়ে গেছে ময়ূরপঙ্খি
পক্ষীরাজ ঘোড়া
কোচিং আর হোম ওয়ার্কে
ওদের ভীষণ তাড়া।
কার আগে কে টপকে যাবে
সোনায় মোড়া সিঁড়ি
সূর্য যখন অস্তাচলে
ওরা ফিরছে বাড়ি।
কে কেড়েছে স্বপ্ন ওদের
কে করেছে চুরি
সোনালি দিন শৈশবের
রূপ কথার ঝুড়ি!
রাক্ষসেরা বাড়ছে এখন
তেপান্তরের মাঠে
নিত্য নতুন ছেলেধরার
ফন্দিফিকির আঁটে
গ্রিনকার্ড আর পাউণ্ড –ডলার
সামনে মেলে ধরে
লালকমল নীলকমল
ফাঁদে ধরা পড়ে ।
সোনার কাঠি রূপার কাঠি
জিয়ন কাঠি কই
তোদের জন্যে একটুখানি
স্বপ্ন বুনে থুই,
একটুখানি পাগল হাওয়া
একটু নিয়ম ছাড়া
মেঘলা দিনে খেয়াল খুশির
মাঠ পেরিয়ে যাওয়া।
লালকমল নীলকমল
লোহার কলাই খেয়ে,
স্বপ্নটিকে বাঁচিয়ে রাখার
যুদ্ধ শিখে নে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন