সমরজিৎ সিংহ |
'শাদা জ্যোৎস্নার হাড়গুলি' ( ত্রিপুরার বাংলা কবিতার সংক্ষিপ্ত ইতিহাস) লেখাটি ত্রিপুরার 'কাগজের নৌকা'র প্রথম সংখ্যাতে। লিখেছেন মূলত ত্রিপুরা নিবাসী, স্বনাম খ্যাত কবি-গল্পকার এবং 'দ্বাদশঅক্ষর' কাগজের সম্পাদক সমরজিৎ সিংহ। ছবিতে স্ক্যান করে তিনি পাঠিয়েছিলেন দিন কয় আগে। আমরা সেভাবেই তুলে দিলাম। দু'বার ক্লিক করে মূল এলবামে চলে যান। তার পর ইচ্ছে মতোন ছোট বড় করে পড়তে কোনো অসুবিধে হবার নয়।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
******************************************
শ্যামল ভট্টাচার্য |
প্রবন্ধটি আছে পিডিএফে। ইচ্ছেমতো ছোট বড় করে বা আপনার কম্প্যুটারে নামিয়ে নিয়েও পড়তে পারেন। আপনার ফ্লাসপ্লেয়ার দরকার পড়লে নামিয়ে নিন এখান থেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন