“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১০ আগস্ট, ২০১২

অবৈধ কবিতা


অবৈধ অনুপ্রবেশ, অবৈধ দেয়াল,
অবৈধ নির্বাচন, অবৈধ সম্পর্ক এবং আমি

কৃষ্ণ ঠাকুরের লজ্জাবনত চোখ
নেমে যায় পরাধীন কোন রমণী শরীরে

অবৈধ দর্শন, অবৈধ নারী, অবৈধ শান্তি
অবৈধ সহবাস

বামের রাজনীতি
সংখ্যা গুনে চলুক দেশোদ্ধার
আমিও অবৈধ নাগরিক একজন
বসে আছি বৈধ হৃদয় নিয়ে
ভাগাভাগি করুক দেখি পার্লামেন্ট

নো ম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে কৃষ্ণপ্রেম
বিবাগী রাধিকা, নিষিদ্ধ বৈকুণ্ঠ
প্রিয়তমার নিষিদ্ধ যাপন
বৃন্দাবনের ফুলবনে চাই এবার প্রবেশাধিকার

হৃদয়ের বাঁদিকে হাত রাখো
হৃদয়ঘটিত মৃত্যুর কারণটায়
টিপ ছাপ দাও

কোন মন্তব্য নেই: