“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ২৬ আগস্ট, ২০১২

'শুধু কবিতার জন্যে' দুটি দিন--তিনসুকিয়াতে ২৯শে এবং ৩০ শে সেপ্টেম্বর, ২০১২

'উজান' সাহিত্য গোষ্ঠী, তিনসুকিয়া এই প্রথম আয়োজন করছে 'শুধু কবিতার জন্যে' উজান অসম ভিত্তিক বাংলা কবিতা আবৃত্তি  প্রতিযোগিতা ২০১২। দুটো বিভাগে, তিন পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রথম কোনো বাংলা কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিষয় সম্ভবত হচ্ছে কেবল পূর্বোত্তরের কবিতা। দুটো বিভাগেই দ্বিতীয় বিভাগে নির্বাচিত পূর্বোত্তরের কবিদের কবিতাই আবৃত্তি করতে হবে শিল্পীদের। সেই কবিতাগুলোর সব ক'টাই পেয়ে যাবেন এই ব্লগে। বিস্তৃত জানতে নিচের ছবিতে দু'বার টিপুন। ছবি বড় হবে, একে একে পড়তে থাকুন।





কোন মন্তব্য নেই: