।। চিরশ্রী দেবনাথ ।।
দীপা...
একটি গভীর আশার নাম
নাগেশ্বর
ফুলের গন্ধে ডুবিয়ে রাখা শস্যনীড়
প্রদুনোভা ভল্টে হয়ত ঝলসাবে স্বর্ণশোভা হয়তো বা না
থাকবে
একটি অক্লান্ত পেরিয়ে যাওয়া
থাকবে
স্রোতের মুখে জ্বালিয়ে রাখা সবুজাভ আগুন
সেখানে
পা রাখবে কচি গাছের দল
একটি
পদক, স্বার্থপরের মতো চাওয়া,
ঘাম
জেদে মাখামাখি, এখানে নেই ধাতবস্পর্শ,
জেগে
জেগে ওঠে শেষপর্যন্ত শুধু একটি মেয়েরই ঘুমহীন রাত
পদকের
পথে গড়িয়ে পড়েছে কত অপমানের অভিধান
বিলিয়ন
ভারতের চোখে মরুজ্যোৎস্না
উত্তরপূর্ব
ভারতের এই একফোঁটা বৃষ্টি ঝরবে কি?
দীপা
...
যদি
না ওড়ে ত্রিবর্ণ রঙিন ,
যদি না বাজে সিন্ধুসঙ্গীত...রিও র আকাশে
আমরা
শুধু জানবো
তুমি
সেদিন ঝরেছিলে
সবটুকু দিয়ে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন