“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

তিনটি দিন, একাত্মতায় বিলীন।

 
                   ।। আ,ফ,ম, ইকবাল॥

(C)Imageছবি












তিনটি দিন, 
হ্যাঁ, এই তিনটি দিন    
একাত্মতায় আমরা সবাই 
হই বিলীন ! 

একটি দিন- 
দস্তখত দিয়েছিলাম 
প্রথম যেদিন 
এই ধরণীর বুকে, 
পরনে ছিল সবার 
একই নৈসর্গিক পোশাক ! 

আরও একটি দিন- 
শুয়েছিলাম বিছানায় 
কোনোও এক হাসপাতালের, 
আবশ্যক হয়েছিল 
এক বোতল শোণিতের- 
নিয়েছিলাম সবাই 
লোহিত কণিকা মিশ্রিত 
একই রঙের রুধির ! 

আর শেষের একটি দিন 
সুমুখে আছে ওৎ পেতে- 
শেষের অভিসারে 
যাত্রা যখন হবে শেষবারে  
গায়ে চড়াবো সবাই 
একই রঙের 
শ্বেত শুভ্র বসন, 
কলুষ হীন 
কত নির্মল সে আচ্ছাদন! 

মাঝখানে শুধু 
বিবাদ বিসম্বাদ 
শুধু শুধু কেন এ অবসাদ ? 
                  ৩১-০৭-২০২০

1 টি মন্তব্য:

A F Ekbal. বলেছেন...

বিষয়- কবিতা ।
আ,ফ,ম, ইকবাল।
হাফলং, ডিমা হাসাও।
পিন- ৭৮৮৮১৯