।। আ,ফ,ম, ইকবাল॥
(C)Imageছবি |
তিনটি দিন,
হ্যাঁ, এই তিনটি দিন
একাত্মতায় আমরা সবাই
হই বিলীন !
একটি দিন-
দস্তখত দিয়েছিলাম
প্রথম যেদিন
এই ধরণীর বুকে,
পরনে ছিল সবার
একই নৈসর্গিক পোশাক !
আরও একটি দিন-
শুয়েছিলাম বিছানায়
কোনোও এক হাসপাতালের,
আবশ্যক হয়েছিল
এক বোতল শোণিতের-
নিয়েছিলাম সবাই
লোহিত কণিকা মিশ্রিত
একই রঙের রুধির !
আর শেষের একটি দিন
সুমুখে আছে ওৎ পেতে-
শেষের অভিসারে
যাত্রা যখন হবে শেষবারে
গায়ে চড়াবো সবাই
একই রঙের
শ্বেত শুভ্র বসন,
কলুষ হীন
কত নির্মল সে আচ্ছাদন!
মাঝখানে শুধু
বিবাদ বিসম্বাদ
শুধু শুধু কেন এ অবসাদ ?
৩১-০৭-২০২০
1 টি মন্তব্য:
বিষয়- কবিতা ।
আ,ফ,ম, ইকবাল।
হাফলং, ডিমা হাসাও।
পিন- ৭৮৮৮১৯
একটি মন্তব্য পোস্ট করুন