“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

২১২০: এক অবিস্মৃত স্মৃতি

 

          ।। আ,ফ,ম,  ইকবাল ॥
  

 







জ থেকে ঠিক একশো বছর আগে 
এসেছিল ধরণীর বুকে 
এক অজানা ভাইরাস 
কেউ তার নাম দিয়েছিল "করোনা' ! 
বিশ্ব জগতকে সে করে রেখেছিল স্থবির 
বন্দি ছিল নাগরিক ঘরের ভেতরে 
দেশে দেশে, সারা ভূ-গোলকে ! 

বন্ধ হয়ে পড়েছিল  
কলকারখানা যত দেশ- দেশান্তরে 
বন্ধ শ্রমিকের কাজকর্ম 
বন্ধ তাদের রুজি রোজগার 
বন্ধ যত যানবাহন 
বাতাসে ছিলনা 
জ্বালানির কোনো ধোঁয়া আর ।  

পথে পথে ছিল  
শ্রান্ত কর্মহীন মানুষের মিছিল 
কেউ করেছে তাদের লাঠিপেটা খুব 
কেউ দিয়েছিল বাড়িয়ে 
মানবিক হস্ত 
যোগাড় করে খাদ্য পানীয় 
নিজেদের মতো করে !

একদিকে মৃত্যুর মিছিল 
হাসপাতালে মরদেহের স্তুপ 
শ্মশান কব্রিস্থানে ছিলনা ঠাঁই আর 
খবর নেবার ছিলনা কেউ 
কোন লাশটি কার ! 

বন্ধ ছিল বাজার হাঁট 
বন্ধ ছিল বানিজ্য ব্যবসায় 
বন্ধ অর্থনীতির যত কার্যক্রম 
বন্ধ স্কুল কলেজ ভার্সিটি 
বন্ধ খেত খামার 
খোলা ছিল শুধু  
রাজনীতির ময়দানে  
যত নোংরা খেল !  

বিশ্বব্যাপী ছিল সে এক 
ভীষন সংকটের কাল 
মানুষ ধরেছিল মানবতার হাল 
দিনের আলোকে 
রাতের আঁধারে  
পোঁছে দিয়েছে মানুষ 
মানুষের দ্বারে সম্বল সহায় ! 

নেমে গিয়েছিল অবশেষে 
করোনা বন্যার জল 
মহা মহামারীর হয়েছিল অন্ত 
খালি হয়ে পড়েছিল দিক-দিগন্ত 
রয়েছিল যারা অবশেষ 
গড়েছিল তারা ফের সংসার 
তাদের হাত ধরে 
আজ তোমাদের বিরাজ বিস্তার ! 
             ২১-০৭-২০২০

কোন মন্তব্য নেই: