“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ২৬ জুলাই, ২০২০

গীতিকবিতা -০২, সকল দোষের দোষী

       রফিক উদ্দিন লস্কর

আমার ভালোবাসার মানুষ এখন
চইলা গেছে দূরে  ,
আমি সকল দোষের দোষী হইলাম
ভালোবেসে তারে ।।

মনটা আমার আজও খোঁজে
পাইতে তারই দেখা,
সে দূরদেশেতে চইলা গেলো
কইরা মোরে একা।।

যেদিন প্রিয়া বুঝতে পারবে
ভুলটা ছিলো কার?
ফুরিয়ে যাবে সকল সুযোগ
থাকবেনা আর বলার।।    

ভালোবাসার মানুষ যখন
কাঁদবে বসে লুকিয়ে,
হাওয়ায় ভেসে আসবে জানি
কান্না যে সুর দিয়ে।।

২৬ জুলাই ২০২০ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)    
 

কোন মন্তব্য নেই: