“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

বাঙালি চৈতন্য


 
               ।। আ,ফ,ম,  ইকবাল ॥ 


(C)Imageঃছবি







ভীষণ দুর্বল ভেবে 

যারা মত্ত হয়ে উঠেছে  

বাঙালির চেতনা চৈতন্য নিয়ে 

খেলছে এদের নিয়ে পাশাখেলা 

পেণ্ডামিক আর প্রলয়ঙ্করী বানের মাঝেও 

মেতে উঠেছে পৈশাচিকতায় 

সেটে দিচ্ছে বিদেশির নোটিশ 

ল্যাম্পপোস্ট আর নৌকার গলৈয়ে 

ওরা কি জানেনা 

টলানো যায়না হিমালয় 

দাঁড়িয়ে আছে যে 

আপন প্রজ্ঞায় আর প্রতিজ্ঞায়! 

 

সময়ের সমীকরণে  

ভব্যতার ঘটেছে অদ্ভুত বিড়ম্বনা 

বাঁদর পরেছে মাথায় ত্রাতার টুপি 

বিষণ্ণতার ধুম্রকুণ্ড হতে 

উত্থিত হচ্ছে যে বিষাদ কণিকা 

ক্রমশ তা জমায়িত হচ্ছে 

নীল আকাশের শেষ প্রান্তে 

ইথারে ভেসে আসা শব্দহীন সম্বোধনে 

রচিত হচ্ছে যে জটিলতার আবহ 

আগ্নেয়গিরির উন্মুক্ততায় 

একদিন ভস্ম করে দেবে 

মৃত বিবেকের সকল খোলস ! 

 

প্রজন্মের দমিত জিনে 

জন্ম নেয় প্রগতির ফেরিওয়ালা 

ঝিঁঝিঁ পোকার করতালিতে 

দিকে দিকে জেগে উঠছে 

গর্তের সকল উইপোকা 

জাগ্রত হচ্ছে 

তাদের ধমনীর বাঁকে লুকোনো 

অ্যামাজনের প্রজ্বলিত অগ্নি ! 

 

ফুঁৎকারে ফুঁৎকারে 

ঋদ্ধ হচ্ছে দ্রোহের সকল অভিসম্পাত 

না-দেখা ছোঁয়াচে করোনা ভাইরাসও 

আজ বিশ্ববিজয়ী  

গোঁফের বাজখাই দিয়ে 

রুদ্ধ করতে চেয়েছো  

বাঙালির নাসারন্ধ্র 

হৃৎপিণ্ড আর মস্তিষ্কের সংযোগ ? 

 

জর্জ ফ্লোয়েডও একাকী ছিল 

আজ বিস্মিত বিশ্ব তার পাশে 

মনে রেখো- 

বাঙালি কেবল 

কোয়ারান্টাইনে থাকতে জানেনা- 

জানে ওয়ারিয়র হতে ও ! 

                     ২৩-০৭-২০২০

 

কোন মন্তব্য নেই: