।। আ,ফ,ম, ইকবাল॥
(C)Imageঃছবি |
তছনছ করে দিয়েছে
আমাদের চারপাশ-
একটি অনুজীব
নিঃস্তব্ধ শব্দের মত ঝঙ্কার
নিঝুম সকল মিলনায়তন
মিলনের জন্য তবু কত উশখুশ
হদয়গুলো চায় হৃদয়ের সান্নিধ্য
চায়- সামাজিক বিচ্ছিন্নতার মাঝেও
আত্মিক সম্মিলন ।
মিলনের তাগিদে তাই
অনলাইন আয়োজন
স্কাইপ জুম ওয়েব
আরও কতকিছু,
ক্ষুদ্র লতিকা যেমন ঝিমিয়ে পড়েনা
আঁকড়ে ধরে মহীরুহে
টিকিয়ে রাখতে নিজেকে
উপরে উঠতে চায় তরতরিয়ে
উপরে, আরও উপরে
তুলে ধরতে সংগ্রাম তার অব্যাহত
নিজের প্রজন্মকে-
আপন নান্দনিকতায় !
উদ্ধাররহিত স্বপ্নের উদ্ধারে
প্রয়াস আমাদের অব্যাহত
মননের হাত ধরে
নিঃসাড়তা ভাঙার বহুবিধ আয়োজন
হবে আমাদের আত্মদর্শন
আত্মার বিবর্তন ।
নিরলস প্রয়াসের মাঝখানেও
সংযোগ হয়ে যাচ্ছে বিচ্ছিন্ন
আসছে সঞ্চালকের আওয়াজ-
"শুনতে পাচ্ছেন তো আমাকে,
না, আমরা বোধহয় বিচ্ছিন্ন হয়ে পড়েছি,
........, হ্যাঁ হ্যাঁ- এবার দেখা যাচ্ছে" !
হ্যাঁ এভাবে,
ঠিক এভাবেই ঘটছে আমাদের মিলন
আমাদের বিচ্ছেদ
ভার্চুয়াল জগতের তালে তালে
পা মিলিয়ে আপাতত রয়েছে
আমাদের যাত্রা অব্যাহত ।
আশার বার্তা-
এই মিলনে পিছু ধাওয়া করেনা
প্রলম্বিত ছায়াগুলো !
আলো- শুধু আলো
সামনে এক ফালি আলোর রোশনাই
আমাদের টেনে আনে বারবার
টানছে অবিরাম,
বেঁচে আছে তাই আমাদের অনুভব
বেঁচে থাক জীবনের প্রহরী হয়ে
২৭-০৭-২০২০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন