“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১০ জুলাই, ২০২০

আইডিন্টিটি ক্রাইসিস




















।। জাহিদ রুদ্র ।।

প্রবল নিম্নচাপ
ক্ষুধিত বুকের ভেতর, চিৎকার
জীভে ধূমকেতু নিয়ে বসা এখন
--- 'ওরা'
সাম্রাজ‍্যবাদী চাবুকের নীচে।
তৃণহীন টিলায় ধ্বস নামছে ---
ম্লান মানুষেরা ঝরেপড়ে গলিত মোম হয়ে লিঙ্গ থেকে,
তবুও প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির জোয়ার ভাটায়
লাল নদী ধারে ঐতিহ্যবাহী কঙ্কালেরা
দীর্ঘ অবসরে, তন্দ্রাতুর !

এখন বেহালা বাজিয়ে
লা-টোমাটিনা চলছে ভার্জিন কনসার্টে
আর কালো চাঁদগুলো অন্ধকার হৃদয় নিয়ে
ব‍্যস্ত গন্দম রোপণে।

কোন মন্তব্য নেই: