।। জাহিদ রুদ্র ।।
ক্ষুধিত বুকের ভেতর, চিৎকার
জীভে ধূমকেতু নিয়ে বসা এখন
--- 'ওরা'
সাম্রাজ্যবাদী চাবুকের নীচে।
তৃণহীন টিলায় ধ্বস নামছে ---
ম্লান মানুষেরা ঝরেপড়ে গলিত মোম হয়ে লিঙ্গ থেকে,
তবুও প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির জোয়ার ভাটায়
লাল নদী ধারে ঐতিহ্যবাহী কঙ্কালেরা
দীর্ঘ অবসরে, তন্দ্রাতুর !
এখন বেহালা বাজিয়ে
লা-টোমাটিনা চলছে ভার্জিন কনসার্টে
আর কালো চাঁদগুলো অন্ধকার হৃদয় নিয়ে
ব্যস্ত গন্দম রোপণে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন