.।। রফিক উদ্দিন লস্কর।।
(C)Image:ছবি |
তুমি কেমন করে হারিয়ে গেলে
আমার জীবন হতে,
আমি আজও ঘুরি দেশে দেশে
অজানা এক পথে।।
কত স্বপ্ন ছিলো তোমায় নিয়ে
বাঁধবো সুখের ঘর,
অসময়ে যে সব ভেঙ্গে দিলো
কালবৈশাখীর ঝড়।।
আমি বুকের মাঝে পুষে রাখি
তোমায় পাওয়ার আশা,
সাতজনমও থাকবো অপেক্ষায়
পাইতে ভালোবাসা।।
না জানি কোন ভুলের মাশুল
গুনতে হচ্ছে আজি,
তোমায় পাওয়ার জন্য আমি
জীবন রাখলাম বাজি।।
তুমি ফিরে এসো বন্ধু আমার
বলছি যে বারবার,
তুমি ছাড়া জীবন যে আমার
হইতেছে ছারখার।।
২৭ জুলাই ২০২০ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন