“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ২৭ জুলাই, ২০২০

গীতিকবিতা-০৩, ফিরে এসো আবার

         .।। রফিক উদ্দিন লস্কর।।


(C)Image:ছবি







তুমি কেমন করে হারিয়ে গেলে
আমার জীবন হতে,
আমি আজও ঘুরি দেশে দেশে
অজানা এক পথে।।

কত স্বপ্ন ছিলো তোমায় নিয়ে
বাঁধবো সুখের ঘর,
অসময়ে যে সব ভেঙ্গে দিলো
কালবৈশাখীর ঝড়।।

আমি বুকের মাঝে পুষে রাখি
তোমায় পাওয়ার আশা,
সাতজনমও থাকবো অপেক্ষায়
পাইতে ভালোবাসা।।

না জানি কোন ভুলের মাশুল
গুনতে হচ্ছে আজি,
তোমায় পাওয়ার জন্য আমি
জীবন রাখলাম বাজি।।

তুমি ফিরে এসো বন্ধু আমার
বলছি যে বারবার,
তুমি ছাড়া  জীবন যে আমার
হইতেছে  ছারখার।।

২৭ জুলাই ২০২০ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই: