(ভারভারা রাও -কে নিবেদিত)
জীর্ণ আকাঙ্খার স্তুপে
দীর্ঘ শিকল প্যাঁচিয়ে মানচিত্রের উপরে পা
ভর করছে ব্যাবিলনের শূণ্যদ্যান।
আমি জানি শব্দের মাদকতা
মাকড়সার জালের মতো
আর আমার জিভটা ও চিবুকের নীচে জ্বলতে থাকে
ভেজা বৃষ্টিতে অশ্রুময় যন্ত্রণায়
শুকিয়ে যাওয়া জিভ এক একটা মিসাইল
গান হয়ে ধ্বনিত হয়
ঐ শিশুর পৌড় হাসি মুখে
তাইতো ওরা সঙ্কুচিত
থামাতে চায় কন্ঠের বুলেট।
বেড়ি পরায়
সাহস কে পিছনে রেখে
ঝাড়ুদার!
কিন্তু কবির শব্দগুলো
অক্সিজেন পায় অজস্র মানুষের ফুসফুসে
চ্যালেঞ্জ ছুড়ে দেয়ালগুলো
কন্ডোম-পিতা সন্তানদের প্রতি
অন্বেষণ -- স্টেথোস্কোপ হাতে নিয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন