“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১১ জুলাই, ২০২০

অবগুণ্ঠিতা

।। অনিমেশ দে ।।

(C)Imageঃছবি



















ঝোড়ো দখিনাটা তোমার জানলা ঘেঁষে বয়ে গেল
আপন নৈঃশব্দে বধির তুমি
তা জানতেও পারলে না

তোমার দৃষ্টি আজ দৃষ্টিকোণে অন্ধ
তোমার ইচ্ছে আজ যুক্তিজ্ঞানে বদ্ধ
মেঝেতে ছড়ানো ছেটানো তোমার অভিমানগুঁড়ো

তুমুল ঝড়ে তোমার দরজা ভাঙার জোগাড়
অথচ নিস্পৃহ একাকিনী তোমার আঁধার
বুনেই চলেছে উর্ণনাভ সুতোর সোয়েটার

তোমার মুখ যেন একাদশীর ব্রত
তোমার জিভ সেই লাল আপেলটির মত
আদিমতম পুরুষের কামড়ে ক্ষতবিক্ষত

তুমি নিশ্চয়ই বুঝে নিয়েছো
জিভ এক সতেজ নরম মাংসের টুকরো
যা চাইলেও গিলে ফেলা যায় না!

কোন মন্তব্য নেই: