।। রফিক উদ্দিন লস্কর।।
(C)Imageঃছবি |
ও বন্ধু আমার আজও আছি
তোমার পথ চেয়ে,
রোজ সকালে ফুলবাগানে
বেড়াই গান গেয়ে।
বিশ্বাস করে তোমায় আমি
ছাড়লাম বাড়ি ঘর।
না জানি কোন দোষেতে
করলা আমায় পর,
সহজ সরল ছিলাম আমি
তাইত করলাম বিশ্বাস,
তোমার দেওয়া কষ্ট এখন
বন্ধ করে নিঃশ্বাস।
ভালো থাকো বন্ধু আমার
ভালো থাকো বেশ,
তোমার তরে ছাড়লাম আমি
আপন ভিটা দেশ।
আবার দেখা যদি হয় কখনও
তোমার আমার ভুলে,
তুমি নিজগুনে করিয়ে ক্ষমা
তুলে নিও কোলে।
নিতাইনগর, হাইলাকান্দি(আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন