“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২৫ জুলাই, ২০২০

গীতিকবিতা-০১, বন্ধু আমার

।। রফিক উদ্দিন লস্কর।।


(C)Imageঃছবি







বন্ধু আমার আজও আছি
তোমার পথ চেয়ে,
রোজ সকালে ফুলবাগানে
বেড়াই গান গেয়ে।

বিশ্বাস করে তোমায় আমি
ছাড়লাম বাড়ি ঘর।
না জানি কোন দোষেতে
করলা আমায় পর,

সহজ সরল ছিলাম আমি
তাইত করলাম বিশ্বাস,
তোমার দেওয়া কষ্ট এখন
বন্ধ করে নিঃশ্বাস।

ভালো থাকো বন্ধু আমার
ভালো থাকো বেশ,
তোমার তরে ছাড়লাম আমি
আপন ভিটা দেশ।

আবার দেখা যদি হয় কখনও
তোমার আমার ভুলে,
তুমি নিজগুনে করিয়ে ক্ষমা
তুলে নিও কোলে।

 
নিতাইনগর, হাইলাকান্দি(আসাম-ভারত)

কোন মন্তব্য নেই: