।। আ,ফ,ম, ইকবাল ॥
(C)ছবি:Image |
আমিগুলো পাখির মতো উড়ে বেড়ায়
বসে পড়ে কখনও আকাশের ডালে
গ্রীবায় চক্ষু ঘসে
মাঝেমাঝে উঁকি দেয় চঞ্চু তুলে
অবাক হয়ে ভাবে-
আমার ভেতরে কেমনে ঠাঁই পায়
এতোগুলো আমি !
সবদিন নয়,
কোনো কোনো দিন বসে পড়ে
স্বপ্নের জানালা আঁকড়ে ধরে
ডানা তুলে আবার
কখনও তাকিয়ে থাকে
অতিক্রম করে কারা যাচ্ছে চলে
অমোঘ অন্তরালে !
আচ্ছা,
কেউ যে বলে
ঠোঁটটা ছিল একদা
চিকচিকে কমলা রঙের !
বাদলের আরশিতে
চেয়ে দেখি আজ
আমার আমির পানে
সেগুলো হয়ে গেছে বাদামি
এরও বুঝি আছে কোনো ইতিহাস ?
সন্ধার আকাশটা হয়ে আসছে
অদ্ভুত হরিদ্রা বর্ণের !
অবাক হয়ে তাকিয়ে থাকি
উড়ছে আরও কত আমি
আমার মতো করে
তাগিদ নীড়ে ফেরার ?
আবার ডানা ঝাপটা-
ভুলে আসা টর্চলাইটের সন্ধানে !
২৮-০৭-২০২০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন