ক্রমশঃ বাড়ছে ওরা
হাজারো আলোকবর্ষ দূর থেকে --
হতভাগ্য দরিদ্রেরা বিস্রস্ত, সঙ্কুচিত
আর বক্তৃতা তুমি
ট্রাফিক সিগন্যাল ভাঙছো আইসোলেশন ওয়ার্ডে।
প্রতিবাদির গাঁড়ে লাথি মারা ঐ মৌলবাদ
জিভে জিভ ঘষা ফিদা হুসেনের অ্যাবস্ট্রাক্ট ছবি।
সলিডারিটি হারিয়ে রক্তের পিচ্ছিলতা
নির্লজ্জভাবে স্বাভাবিক।
শহরের সবথেকে উঁচু দাঁড়িয়ে থাকা দালানটাও
মেদবহুল এস্টাবলিশ বুর্জোয়া --
টেনে নিচ্ছে ঢালাইকারী মজদুরের নিকোটিন।
চুরুটের শৌখিনতায় তামাক - শরীরী সেবনে
আজ আমি টাও
শুধু পারে যুদ্ধ শেষে কয়েকটি কাঁচের জার উদ্ধার করতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন