।। আ,ফ,ম, ইকবাল॥
বিষাদের কঙ্কালগুলো পড়ে আছে
এখানে ওখানে, সর্বত্র
সকল মহাভূমে,প্রত্যেক মহাদেশে
নিধন হত্যায় মেতে
নিরত ছিল যারা শক্তি প্রদর্শনে
কোথায় তারা আজ ?
হিরোশিমা নাগাসাকি মধ্যপ্রাচ্য
হাল আমলের সিরিয়া-
একই জিজ্ঞাসা সবার !
কোথায় সেই শক্তিধরেরা-
ফুৎকারে যারা উড়িয়ে দিতে পারে
যারা লক্ষ তাজা প্রাণ
অজস্র সবুজ বৃক্ষ লতাগুল্ম
সাগরের বুকে ছড়িয়ে অঢেল বিষ
চলে যাদের শক্তির পরীক্ষণ ?
সামুদ্রিকেরা তো মানুষ নয়,
শুধুই প্রাণ !
আকাশের অশ্রুতে
জমা পড়ে আছে যে কালো রেখা
ছোপ ছোপ দাগ
কে নেবে তার দায়ভার ?
ঋতুর ঘটিয়ে ছন্দপতন
মেতে উঠেছিল যারা উল্লাসে
কোথায় তারা আজ ?
এক্সটিঙ্কটিং প্রজাতির
প্রাণী সংরক্ষণের চলছে নাটকীয়তা
স্থিতির দায়ভার নেবার
আছে কোথাও কেউ ?
একটি অনুজীবের
মোকাবেলায় যারা অসামর্থ্য
তারাই নেবে সামগ্রিক
মানুষের সুরক্ষার ভার ?
না,
মানুষ জয়ী হবে অবশেষে
ধারণ করে বুকে
মানবিকতার আলখাল্লা
নিজেরাই তৈরি করবে
পরিশুদ্ধ পথের দিশা
নিজেদের দশা
প্রকৃতির ধর্মেই গড়ে উঠবে
নবীন যুগের 'মানুষ' !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন