“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

গন্তব্য

     

  ।। ,,, ইকবাল॥

 

(C)Imageঃছবি

                      

 

 

 

 

 

 

নাড়ি নদী জানেনা তার গন্তব্য 

চেনেনা কোন দিশায় তার শুদ্ধ গতিপথ !

তবু সে চলে পড়ে- না জানা দিশায় 

কিছু না আর হোক- 

চলতে থাকলে হয় যে শোরগোল 

হয় জানাজানি 

পাওয়া যায় মাইলেজ ! 

 

অশান্তি অতৃপ্তি শূন্যতা সঙ্গী তার

এগিয়ে যেতে যেতে 

পাথর চাকির আঘাতে 

পা হয়ে উঠে ভারী 

অভিব্যক্তি তারই 

ফুটে উঠে নানা ভঙ্গিমায় 

আননের চতুঃসীমায়, 

ঢাকতে তা- যতসব ছল আর ফন্দি !  

 

স্রোতস্বিনী অবশেষে  

পৌঁছে যায় তার গন্তব্যে 

সান্নিধ্য পেয়ে যায় দয়িতের তার 

মিশে যায় কাঙ্ক্ষিত সাগরের 

চির উন্মুক্ত মোহনায় ! 

 

শত নিনাদ বিষাদ অভিঘাত 

করে প্রতিহত অবশেষে 

নদী পৌঁছে গেছে  

প্রেমাস্পদের দেশে- 

দেখেছে মানব সে অভিলাষী দৃশ্য 

থাকতে পারেনা তাই বসে অবিমৃষ্য 

নিয়েছে সে ও তাই চলার শপথ 

জেনেও- এ বড় গুরুগম্ভীর পথ 

হয়েছে ধাবমান অনন্তের পথে ! 

 

কিন্তু- 

সে যে ভীষণ দুর্বল কাহিল

বড্ড কোমল অনুভব তার 

ক্ষণিকের আঘাতে হয় জেরবার 

নেই পানির উদ্দাম উদণ্ড শক্তি 

নেই ঝিল জঙ্গলের কাঁটার 

শত ঘাত সইবার বল 

শ্রান্ত ক্লান্ত তাই তার চলাচল ! 

 

শ্রান্তির সে পথে 

ছড়িয়ে যদি দেয় কেউ 

এক মুঠো করোনার বীজ 

পিচ্ছিল পঙ্কিল হয়ে উঠে  

শতগুণ সেই যাত্রাপথ 

নির্লিপ্ত সকল মনোরথ 

জমা হয়ে পড়ে গৃহকোণে অবশেষে! 

 

আসুক এবার যত প্রার্থী 

যত ভিক্ষুক, ক্ষুধার্ত অন্নহীন-  

খুলবে না ঘরের দ্বার 

কিছু করতে হবে- 

সেই বোধটুকু নেই অবশেষ তার !

কিছুই না করে  

সাধন কেমনে হয় সবকিছু- 

সেই ব্যাধি ধরে বসে তারে ! 

 

হয়ে আছে যে মূর্ত পাথর 

মূর্তি হতে চায় এবার 

ছেনির আঘাত কিন্তু 

বিলকুল সয় না তার 

এ এক নতুন সংক্রমণ 

খুঁজে অনাবিল বিচরণ 

খুঁজে বিমূর্ত যতসব সুখ 

ভক্তের অনিন্দ্য ভক্তি-ভোগ ! 

 

জানিনা এ কোন নবীন উন্মাদনা 

আমার পরিমণ্ডলের 

অসহনীয় যাতনা !!

                 ২৭-০৮-২০২০

 

কোন মন্তব্য নেই: