“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

দেশ তুমি ভালো থেকো


 
 
 
 
 
 
 
 
জ্জ্বল ভবিষ্যৎ তীরে দাঁড়িয়ে
আগামী স্ট্র‍্যাটেজির বার্তাবাহক,
ঘুনেধরা নিত্য সঙ্গীরা
এখন কন্ডোম বিক্রেতা।

আজ রাতে মৃত্যুর শেষ শব্দটা ঝরে পড়বে
উন্নত দেশের ল‍্যাঙটা নাচে
এনজিও আর গণতন্ত্রের যৌথমিলনে
সরাসরি সম্প্রচার ভালোবাসা
ইংরেজি অনুবাদ থেকে রাষ্ট্রভাষায়।

উজ্জ্বল ভবিষ্যৎ
সবসময় টস করে ভাগ্য নির্মাণ !

কোন মন্তব্য নেই: