॥ নীলদীপ চক্রবর্তী ॥
শব্দ নভোতে শব্দ বাতাসে ভাসে
শব্দ নভোতে শব্দ বাতাসে ভাসে
শব্দহীনতাও
তীব্র শব্দে বাজে
দুর্বোধ্য
শব্দেরা বিদ্রোহ জানায় কবিতায়
ক্ষত বিক্ষত
কবিতা শব্দের ওড়নাতে সাজে ।
শব্দ লুকোয়
প্রেমে অভিমানে ক্রোধে
শব্দেরা
হতাশাতে ডুবে যায়
থিকথিকে
শব্দেরা কামনায় ভেসে ওঠে
পাশবিকতায়
শব্দ নিজেকে হারায় ।
শব্দ বেঁচে
থাকে ভূমিহারাদের মাঝে
নিঃশব্দতার
গানেও পৃথিবী শব্দময়
অস্তিত্ব
খোঁজে শব্দেরা এই শহুরে বেড়াজালে
তবু
প্রতিনিয়ত কিছু শব্দের মৃত্যু হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন