।। দেবলীনা সেনগুপ্ত।।
সব শব্দ শেষ হয়ে যাওয়ার পর
সব শব্দ শেষ হয়ে যাওয়ার পর
ছড়িয়ে থাকে যে মুখর নৈঃশব্দ্য
তাকে ছুঁয়েই জেগে উঠি প্রতিবার
নবনির্মাণে।
এখনো আকাশ নীল রঙ মাখে প্রতিদিন
স্থির ভরসায়
পাহাড়েরা মুখ দেখে নেয় নদীজলে ।
শস্যের আলাপনে
নিভৃতের গণগানে
যাবতীয় মৃতদাগ শবঘ্রাণ মুছে ফেলে
নিশ্চিত
প্রতিজ্ঞায় ।
ইতিহাসের শেষের পাতায়,
মৃত্যুরা বারবার হার মানে
জীবনের আশ্লেষগাথায়...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন