চিরশ্রী দেবনাথ
(C)Image:ছবি |
................
বাজুবন্ধ আজকাল আর
পরে না কেউ,
পরে না কেউ,
আমি বলি,
এখনো যেন সে কামড়ে আছে
সব যোদ্ধা ছেলের হাত ,
সব যোদ্ধা ছেলের হাত ,
বাজুবন্ধ...... নীল যুদ্ধজমি,
খেয়ালি মেয়ের সব দাবি,
খেয়ালি মেয়ের সব দাবি,
ত্বক বিছিয়ে রাখা মিছিলের কারুপথ,
বিপ্লবের সাজ, দুধসাদা গ্রীবায়
রঙিন পাথর, পাথরের রঙে
প্রতি মুহূর্তে ভালোবাসার ওঠানামা,
বিপ্লবের সাজ, দুধসাদা গ্রীবায়
রঙিন পাথর, পাথরের রঙে
প্রতি মুহূর্তে ভালোবাসার ওঠানামা,
বাজুবন্ধ ছুঁয়ে হিংসার তরবারি,
সাদা জ্যোৎস্নায় বিধবা শষ্যভূমি,
সাদা জ্যোৎস্নায় বিধবা শষ্যভূমি,
রাত হলে,
বেঁচে থাকা যোদ্ধা ছেলের,
বাজুবন্ধ থেকে বেরিয়ে আসে
আনত চোখের মেয়ে,
সব ঘাম তার শীত হয়, হতেই থাকে,
লাল বধ্যভূমিতে সে হাঁটতে থাকে, হাঁটতেই থাকে,
কত বাজুবন্ধ নিশি মেখে
মরে পড়ে আছে কবে থেকে,
কত খেয়ালি মেয়ে ঠোঁটে করে
নিয়ে যায় অসমাপ্ত চুমু,
বেঁচে থাকা যোদ্ধা ছেলের,
বাজুবন্ধ থেকে বেরিয়ে আসে
আনত চোখের মেয়ে,
সব ঘাম তার শীত হয়, হতেই থাকে,
লাল বধ্যভূমিতে সে হাঁটতে থাকে, হাঁটতেই থাকে,
কত বাজুবন্ধ নিশি মেখে
মরে পড়ে আছে কবে থেকে,
কত খেয়ালি মেয়ে ঠোঁটে করে
নিয়ে যায় অসমাপ্ত চুমু,
সব যুদ্ধক্ষেত্রে তারা একদিন জলপাখি হবে.......
বাজুবন্ধের খেয়ালী মেয়ে,
তুমিও ঠোঁটে নিও ধানের শীষ,
ভিজে যেতে হবে তোমাকেও ভাঙা জ্যোৎস্নায়. ....
তুমিও ঠোঁটে নিও ধানের শীষ,
ভিজে যেতে হবে তোমাকেও ভাঙা জ্যোৎস্নায়. ....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন