।।শৈলেন
দাস।।
আমি যখন ছাত্র ছিলাম
পড়তে যেতাম স্কুলে
দেখা হলেই বলতেন তিনি
'ভাল হয়ে চলতে হবে'।
কবিতা পাড়ায় পা রাখতেই
বললেন তিনি ডেকে-
সৃজনশীল কলম তোমার
যেন সত্যের জন্য উঠে।
নিজের জন্য যা-ই কর
গাড়ি বাড়ি কিংবা জগৎ জয়
সমাজের জন্য একটু সময়
করিও তুমি ব্যয়।
সদুপদেশ দিতেন তিনি
করতেন আমায় স্নেহ
বাড়ি গেলে খাওয়াতেন সন্দেশ
এমন আদর করেনি তো কেহ।
বিপদকালে পাশে দাঁড়াতেন
আমার মঙ্গলে হতেন খুশি
বাবার বোন না হয়েও
তিনি আমার পিসি।
তাঁর উৎসাহে লিখে চলেছি
একদিন হব (হয়ত) স্বীকৃত কবি
হৃদয় পটে করবে বিরাজ
আমার পিসি ছবি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন