॥ নীলদীপ চক্রবর্তী ॥
আমরা সাহিত্য সৃষ্টির পর
অপেক্ষা
অন্য বাংলার মুখ চেয়ে
তাঁদের
স্বীকৃতিতে প্রস্ফুটিত হয়
আমাদের
কাব্য গল্পের সলজ্জ প্রতিভা ।
তাঁরা
সাহিত্য বাসরে এলে
আমাদের
সজাতীয় গর্ব ফেঁপে ওঠে
পরিচ্ছন্নতা
বলতে তাঁরা খুঁটিয়ে দেখেন
মোহন-বাড়ি বড়ঝার
আর
কুম্ভীরগ্রামের
ঝাঁ চকচকে পথটি –
সুনীল শীর্ষেন্দু
জয় গোস্বামী বলে আমি থামি,
হাততালি
কুড়ই !
আবার বিপন্ন
বিস্ময়ে দেখি
সঞ্জয়
দেবলীনা বা চিরশ্রীর
নামোল্লেখে
অজ্ঞ সহবাসীদের
কুঁচকানো
চোখ নাক !
ঈশানের
স্বজাতি নিয়ে
আমি শঙ্কিত
পথ হাঁটি
ব্রহ্মপুত্র
গদাধর ডিহিঙ আর বরাকের
অন্ধকার তীর
ধরে ।
প্রতি
পক্ষকালে খড়কুটোর মতো
ভেসে যেতে
থাকে, নূতন সেতুর নিচে
আমাদের
সাহিত্য বৈঠক !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন