।। দেবলীনা সেনগুপ্ত ।।
(C)Image:ছবি |
কোজাগরী রাতে
কেউ কি জেগে থাকে আর
একা চাঁদ ছাড়া?
নির্জন প্রদীপের মত
অলক্ষ্যে থাকে বিষণ্ণ অঙ্গীকার
চিৎকৃত বিজ্ঞাপনী মন্ত্রে
শরীরেরা ত্রাণ পায়
আত্মাও কি পায়?
অন্ধ চোখ , অনুমানে
খোঁজে সুখ
শঙ্খশব্দ মোছে অজানা অসুখ
তবুও সহজ পাঁচালী কথা
ঢাকা পড়ে
তীব্র অসুরনাদে
একা জাগে মাতৃমুখ
আকুল ব্যথাময়
দেবী-সঙ্কাশে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন