“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫

কোজাগরী



।। দেবলীনা সেনগুপ্ত ।।
(C)Image:ছবি
   



















কোজাগরী রাতে
কেউ কি জেগে থাকে  আর
একা চাঁদ ছাড়া?
নির্জন প্রদীপের মত
অলক্ষ্যে থাকে বিষণ্ণ অঙ্গীকার
চিৎকৃত বিজ্ঞাপনী মন্ত্রে
শরীরেরা ত্রাণ পায়
আত্মাও কি পায়?
অন্ধ চোখ , অনুমানে
খোঁজে সুখ
শঙ্খশব্দ মোছে অজানা অসুখ
তবুও সহজ পাঁচালী কথা
ঢাকা পড়ে
তীব্র অসুরনাদে
একা জাগে মাতৃমুখ
আকুল ব্যথাময়
দেবী-সঙ্কাশে।

কোন মন্তব্য নেই: