“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫

চিবুক

।। .চিরশ্রী দেবনাথ ।।
(C)Image:ছবি

 

















..........
চিবুক ছুঁয়ে আছে ঘাস
ঘাসে মিশে থাকে রাক্ষসী রাত
আলোফড়িং এর মতো এক একটি প্রহর
দেবালয় জারিত হতে থাকে দেবী রসে
সবকিছু বড় উন্মত্ত, তীব্র হাহাকার,
সমাপতনের ভয়ে সেতারের তার ক্রমশ জড়াতে থাকে,
সুরহীন ছায়া ঘাসের ডগায়
জড়িয়ে জড়িয়ে নিষিক্ত নিষিদ্ধতা,
তবু কেন আলো ছড়ায় !
কেন কোমল মনে হয়....
ভরে দাও তবে
কবে কে কার দাবি রেখে দেয়
সব প্রহর আমাকে জীবন্ত করে তাই
সব স্বর্গ, জলে ভেজা এ শরীর ও গলিপথ....
চিবুকে অমৃতকলস, নরক ধুয়ে দিয়ে যাবো ....

কোন মন্তব্য নেই: