“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

প্যারিস

।। চিরশ্রী দেবনাথ ।।
............
(C)Image:ছবি













বাতাক্লাঁ কনসার্ট হল, ক্যাফে দ্যঁ বিরে ,
লা বেল একি পে, এসবই খুব চেনা এখন,
নোতরদম গির্জার সামনে ভারী বুটের শব্দ,
যেন কতদিন ধরে শুনছি,
তৃতীয় বিশ্বের কিছু ছিটকে পড়া লাল রঙ্,
ছবির শহরে কয়েকটি মৃত্যু এঁকেছে, এই তো !
তেরঙায় ছেঁয়ে যাচ্ছে পৃথিবীর সৌধ সব,
আমাদেরও তিন রঙ্, মাঝে মাঝেই লালে লাল,
প্রথম বিশ্বের নীলাভ পার়ফিউম,
কখনো কি সে রঙের মাংশাসী গন্ধ মেখেছে গায়? 
তবু বলি ভালো থেকো আইফেল টাওয়ার,
তোমার সঙ্গে কথা আছে আমার,
শীতার্ত রাজপথে সব উষ্ণ রক্তে মিশে আছে
তৃতীয় পৃথিবীর  জেহাদী চুম্বন,
আমরা কোন বসন্তের অপেক্ষায় নেই,
রক্তের ছবি বার বার মুছে দিতে
আমাদের যে একটাই  পতাকা .....

কোন মন্তব্য নেই: