“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

জন্মান্তরে


।।  চিরশ্রী দেবনাথ ।।
(C)Image:ছবি



















................
ম্যাপ খুলে বসেছি দুজনে,
একসঙ্গে আঙুলে আঙুল
জড়িয়ে খুঁজছি আজ ,
যেখানে হবে মধুযামিনী জন্মান্তরে,
চোখ বন্ধ করে, আঙুল হাঁটতে থাকে,
কোথাও থামতে দিই না আমি ভয়ে,
যদি হয় আগ্নেয়প্রপাত, সাগরখাদ,
 শ্বেতমরু, অথবা শ্বাপদ অরণ্য!
 
একসময়, তুমি বলে উঠো স্টপ ইট্ !
চোখ খুলে ফেলি দুজনেই ভাঙামুহূর্তে,
দেখি এক ঝরনা ঘর!
স্নান শেষের গন্ধে ভরে আছে চার দেয়াল ....

কোন মন্তব্য নেই: