রাজেশ চন্দ্র দেবনাথ
(C)Image:ছবি |
দুটি মেঘের গল্পে শুয়ে আছে কংক্রিটের
প্রেতাত্মা। লাল গলি থেকে প্রচ্ছদের চর্বি
খুটে নেয় জন্মান্ধ বৃক্ষ। পোস্ট-মর্ডান যজ্ঞে দু ইঞ্চি বীর্য ঢেলে দশকের ভেজা মাঠে খেলতে নামি।গুচ্ছ গুচ্ছ ঘাসের
চিপসানো গলার নালি কেটে উন্মাদ
পায়ে পায়ে হেটে আসে জাদুকরের বিবর্তিত ঘাম।আজো শ্মশানে আমার চিতার ঘ্রাণ নিতে ঠোঁটে ঠোঁটে ভাষা জাবর কাটছে মা
কালীর সংসার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন