।। সুপ্রদীপ
দত্তরায়।।
গলায় আমার
সুর নেই তাই
অমন
করে হাসো
আবার তুমিই বলো এই লোকটাকেই
নিবিড়
ভালোবাসো।
অবাক কথা।
সকাল সন্ধ্যা খোটা
দাও
এইযে টেকো বুড়ো
পেট ফুলিয়ে হাঁটছো
যেন
ছবির মুকরী খুড়ো ।
টাকে আমার চুল নেই যেন
অমাবস্যার শশী
হাজার রকম ওষধি তাই
সকাল সন্ধ্যা ঘষি।
তুমি বল বৃথা চেষ্টা
শুধুই হুলস্থূল,
সার আছে কি টাকের নীচে
গজবে সেথায় চুল ।
আবার তুমিই এসে মুচকি হেসে
ফিসফিসিয়ে বলো
টাক নয়গো টেকো-টাকেই
ভীষণ লাগে ভালো ।
অবাক কথা।
সেবার মোদের বাড়ি এলো
তোমার বোন , বোনের
জামাই
আমায় বললে ন্যাকামো নয়
অফিস কর কামাই।
বাজার থেকে বাউস এনো
বোয়াল মাছের লেজ
কাচিঘানির তেল এনো
রান্না হবে তেজ।
গেলাম বাজার থলি হাতে
নিজের জন্য ভেজ
বোয়াল মাছের পেটি নিলাম
চিতল মাছের লেজ।
ঘানি পেষা তেল কোথায়
যা আছে সব প্যাক
বাড়ি ফিরতে সেকি কাণ্ড
গরম ছেনির ছ্যাঁক ।
মনের দুঃখে দরজা
দিলাম
সংসারে আর থাকবনি
আবার ভাবি তুমি
ছাড়া
এই সংসার যে আলুনি
।
খানিক বাদে তুমি
এলে
চা সাথে মাছ ভাজা
বললে আমার রাগ
করোনা
আমার সোনা রাজা।
একি অবাক কথা !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন