“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮

দৈনিক ছড়া সংবাদ আসাম

( ভয়াবহ বন্যার কবলে হাইলাকান্দি, প্লাবিত বহু গ্রাম )
=== দৈনিক ছড়া সংবাদ আসাম===
-------এম রিয়াজুল আজহার লস্কর-----
@
দু'দিন হলো বৃষ্টি ভারি হঠাৎ এলো বান।
ঘরটা ছেড়ে ভাগছে মানুষ উড়ছে ভয়ে জান।।
জলের ঠেলায় ভাংছে সেতু,ভাংছে লোকের বাড়ি।
এদিক ওদিক জলটা বাড়ছে বিপদসীমা ছাড়ি'।।

জলের তলে রাস্তা গেলো,জলের তলে বাড়ি !
জলের তলে অফিস গেলো,জলের তলে গাড়ি !!
কোথাও বাঁধ ভাঙ্গা আধা, মারছে জলে ঠেলা !
মানুষ এখন কাঁদছে দুঃখে ভাসছে চড়ে ভেলা !!

গরু ছাগল মুরগি হাসে ভয় যে পেয়ে ডাকে।
কোথাও লোক পাতছে তাবু টিলায় উঠে থাকে।।
সবজি ক্ষেত সব ডুবল জলে হচ্ছে ক্ষতি বড়ো।
পাচ্ছে না যে ত্রাণটা লোকে মন্ত্রী নেতা লড়ো।।
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে  "দৈনিক ছড়া সংবাদ আসাম ")
DSPP- 3-6.13/06/2018

কোন মন্তব্য নেই: