।। রফিক উদ্দিন লস্কর ।।
(C)Image:ছবি |
আকাশ জুড়ে আলোর খেলা
চাঁদ উঠেছে হেসে
ভুবন ভরা খুশির জোয়ার যাচ্ছে আঁধার ভেসে।
শিশুর মনে আনন্দের ফুল উঠল ফুটে আজি
প্রজাপতির রঙিন ডানায় উড়তে তারা রাজি।
ছোট্ট-খুকির নতুন জামায় লাগছে পরীর মতো,
সে সারা বছর থাকতো সেজে এমন যদি হতো।
হাসির নদী বইছে যেনো শিশু বুড়োর মনে,
দরাজ দিলে গান গেয়ে যাই শুভ ঈদের ক্ষণে।
জামা জুতো নতুন হবে, নতুন দিনের সুর,
হাসির জোয়ার ভাসিয়ে দিয়ে করি বিভেদ দূর।
চাঁদটা দিল খুশির খবর সব মানুষের ঘরে
কে ছড়াল খুশির খুশবো এমন যতন করে?
হার মেনেছে ফুলের হাসি অনাথ শিশুর ঠোঁটে
হাসলে ওরা সুখের কলি মনের কোণে ফোটে।
করবো সবাই কোলাকুলি ভালোবাসার টানে
ধনী গরিব বিভেদ ভুলে ছুটবো সবাই একপ্রাণে।
পুলক জাগবে সবার মনে সবই লাগবে ভালো,
ঈদ এসেছে দীক্ষা দিতে সত্যের পিদিম জ্বালো।
.........
ভুবন ভরা খুশির জোয়ার যাচ্ছে আঁধার ভেসে।
শিশুর মনে আনন্দের ফুল উঠল ফুটে আজি
প্রজাপতির রঙিন ডানায় উড়তে তারা রাজি।
ছোট্ট-খুকির নতুন জামায় লাগছে পরীর মতো,
সে সারা বছর থাকতো সেজে এমন যদি হতো।
হাসির নদী বইছে যেনো শিশু বুড়োর মনে,
দরাজ দিলে গান গেয়ে যাই শুভ ঈদের ক্ষণে।
জামা জুতো নতুন হবে, নতুন দিনের সুর,
হাসির জোয়ার ভাসিয়ে দিয়ে করি বিভেদ দূর।
চাঁদটা দিল খুশির খবর সব মানুষের ঘরে
কে ছড়াল খুশির খুশবো এমন যতন করে?
হার মেনেছে ফুলের হাসি অনাথ শিশুর ঠোঁটে
হাসলে ওরা সুখের কলি মনের কোণে ফোটে।
করবো সবাই কোলাকুলি ভালোবাসার টানে
ধনী গরিব বিভেদ ভুলে ছুটবো সবাই একপ্রাণে।
পুলক জাগবে সবার মনে সবই লাগবে ভালো,
ঈদ এসেছে দীক্ষা দিতে সত্যের পিদিম জ্বালো।
.........
১০/০৬/২০১৮ইং
নিতাইনগর, হাইলাকান্দি( আসাম-ভারত)
নিতাইনগর, হাইলাকান্দি( আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন