।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
১.
নদী তুমি সব ব্যথা বুকে রাখো জমা
সবুজ আঁচলে শুধু ক্ষমা আর ক্ষমা।
২.
দিনরাত ধারা বয়ে
পাথরের ক্ষত সয়ে
দূর বহুদূর বয়ে যাও,
বাঁকা শরীর বেঁকে বাঁকে
ব্যথা ঢাকো মনোফাঁকে,
ক্ষয়ে ক্ষয়ে সাগরে হারাও।
নদী তুমি সব ব্যথা বুকে রাখো জমা
সবুজ আঁচলে শুধু ক্ষমা আর ক্ষমা।
২.
দিনরাত ধারা বয়ে
পাথরের ক্ষত সয়ে
দূর বহুদূর বয়ে যাও,
বাঁকা শরীর বেঁকে বাঁকে
ব্যথা ঢাকো মনোফাঁকে,
ক্ষয়ে ক্ষয়ে সাগরে হারাও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন