“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৯ জুন, ২০১৮

বলছি তোমায়

।।         রফিক উদ্দিন লস্কর       ।। 




(C)Image:ছবি
















শোন! বলছি তোমায়, কেমন আছো আজ?
কেনো আনমনে বাতায়নে এলোকেশী সাজ!
একান্তে বসে বসে ভাবছ কি কারো কথা?
আকাশ তাকিয়ে নাকি সময় কাটছে অযথা!

অবাক হচ্ছ বুঝি! এইভাবে বলছি দেখে,
কে আমি,ভাবছো! যাকে দেখনি কভু দুচোখে।
আমি,এই অসাড় পৃথিবীর দুরন্ত সাইক্লোন
নীরব ঘরে একাকী আমার কাটে সারাক্ষণ।
ছুটাছুটি করছে মন,হংস বলাকার মতন! 

তুমি কি বলতে পার? কী হবে তার কারণ!?
বড় কৌতূহল হয়,কে তুমি,তোমায় জানতে,
কেমন তুমি,কতো আপন,ভুবনটাকে চিনতে।
                      ★★★★★★
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম)

কোন মন্তব্য নেই: