।। রফিক উদ্দিন লস্কর ।।
(C)Image:ছবি |
শোন! বলছি তোমায়,
কেমন আছো আজ?
কেনো আনমনে বাতায়নে এলোকেশী সাজ!
একান্তে বসে বসে ভাবছ কি কারো কথা?
আকাশ তাকিয়ে না’কি সময় কাটছে অযথা!
অবাক হচ্ছ বুঝি! এইভাবে বলছি দেখে,
কে আমি,ভাবছো! যাকে দেখনি কভু দুচোখে।
আমি,এই অসাড় পৃথিবীর দুরন্ত সাইক্লোন
নীরব ঘরে একাকী আমার কাটে সারাক্ষণ।
ছুটাছুটি করছে মন,হংস বলাকার মতন!
তুমি কি বলতে পার? কী হবে তার কারণ!?
বড় কৌতূহল হয়,কে তুমি,তোমায় জানতে,
কেমন তুমি,কতো আপন,ভুবনটাকে চিনতে।
★★★★★★
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম)
কেনো আনমনে বাতায়নে এলোকেশী সাজ!
একান্তে বসে বসে ভাবছ কি কারো কথা?
আকাশ তাকিয়ে না’কি সময় কাটছে অযথা!
অবাক হচ্ছ বুঝি! এইভাবে বলছি দেখে,
কে আমি,ভাবছো! যাকে দেখনি কভু দুচোখে।
আমি,এই অসাড় পৃথিবীর দুরন্ত সাইক্লোন
নীরব ঘরে একাকী আমার কাটে সারাক্ষণ।
ছুটাছুটি করছে মন,হংস বলাকার মতন!
তুমি কি বলতে পার? কী হবে তার কারণ!?
বড় কৌতূহল হয়,কে তুমি,তোমায় জানতে,
কেমন তুমি,কতো আপন,ভুবনটাকে চিনতে।
★★★★★★
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন