“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১৩ জুন, ২০১৮

বৃষ্টি ভেজা ঈদ

।।           রফিক উদ্দিন লস্কর           ।। 

(C)Image:ছবি













ঈদ বড়ো ভালো লাগে, ভালো লাগে বৃষ্টি
বানের জলে ঈদ যেনো জুড়ে দিলো দৃষ্টি,
বৃষ্টিতে ভিজে ভিজে কেনাকাটা চলছে,
দোকানির পসরা যে বাতাসেতে দুলছে।
হাটে ঘাটে জটলায় পথচলা বড় দায়,
কেহ হাটে কাঁদা জলে কেহ চড়ে রিক্সায়।
রোদ উঠে তাই দেখে খোকা যায় বাইরে
মাঝপথে বৃষ্টিতে খোকা ভিজে যায়রে।
জল পড়ে ঝরে পড়ে খুকি-দের মেকআপ 
সময় তো বড়ো কম চলতে হবে একধাপ।
 
ঈদ ভেলা ভেসে গেলো কৃত্রিম বানেতে
তাই দেখে সবলোকের ভয় বাড়ে প্রাণেতে।
শহরের প্রায় গলি জলে মিশে চেনা দায়!
তবু ও সাহস করে খোকা খুকি চলে যায়।
হাতে গোনা একদিন তারপরে যে আসছে
ঈদের খুশিতে সবাই নব ভেলায় ভাসছে।
**************
১৩/০৬/২০১৮ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম)


কোন মন্তব্য নেই: