টানবি আবার
হুজুগ ভরে বৃন্দাবনের অস্তাচলে
একলা রাখাল
কৃষ্ণচূড়ার নির্জনতা রক্ষা করে ...
হিসেব কত গোলমেলিয়ে
শ্যাওলা জমা একটা বাঁসি
জটলা করে যোগ বিয়োগে
স্পর্শকাতর ঠোট পিয়াসী
আমরা সবাই চশমা চোখে
খুজছি যখন প্রেমের চিঠি
একলা রাখাল হেঁসে বলে ,
"রাষ্ট্রবাদী পাবলিসিটি "....
ঝুলবে কবে ফাঁসির কাঠে
ওপারের কোন দ্বন্দ্বপ্রেমী
আমরা সবাই চা মুড়িতে
খুশির আমেজ অস্তগামী
চিঠি একটা গেল পাওয়া
অনেক করে ঘাটাঘাটি
রাখাল বলে ,"ওটা দেশের
peace policy র খসড়াপাতি।"
৩টি মন্তব্য:
অসাধারণ লেখেন আপনি দেবায়ন, আপনার লেখা এই ব্লগের ভার বাড়িয়ে দিল। শিরোনাম বাংলা হরফে করে দিলাম। কোন অসুবিধে নেই তো?
Na na....sironam ta ami kichutei banglay likhte parchlam na..dhonnobad..
ঠিক আছে । লিখতে থাকুন। প্রায়োগিক বিষয়গুলো ধীরে ধীরে রপ্ত হয়ে যাবে। নিচে দেখবেন সেয়ার বোতাম দেখায় পোষ্টে। ইচ্ছে করলে আপনার বন্ধুদের মেইলে, ফেসবুকে রকুটে এবং গোগোল প্লাসে করে পড়িয়েও ফেলতে পারেন।
একটি মন্তব্য পোস্ট করুন