(C) Image: ছবি -Fabiana Cunha |
নিতান্তই প্রেম কিংবা অন্য কোনো সুপ্ত রোগ
হটাত খামচে দিল বলে ...
বৃদ্ধ হতে বাধ সাধলো বহুকাল পুরনো গোলাপ
ভোর রাতে একদল আত্মঘাতী কবিতা
ফিসফিসে ঘোষণা করলো
হিরোসিমা ....
তখন
আমার সমস্ত পাজর নিংড়ে
একফোটা বৃষ্টির চুমু
দধীচির ঈর্ষা জাগালো ..
অবারিত সুশ্রী তোমার অবয়বে ..
আমার কুচকে যাওয়া চামড়ায় ছোঁয়া
দখিনের জানলা জড়ানো বটগাছের কোনো এক
বিক্ষিপ্ত আগাছার সামিল ..
শোনা গেল কবিতার মৌনতা
মাপা যায় ডেসিবেল এ ..
আর আমার পাজর নিংড়ানো
ফোটা কয় বৃষ্টির চুমু
মিশে গেল দধীচির দেহে।
ডাক দিয়ে বিদ্যুত শুধু
রাত রাত রাতের আলোচনা
পাজরটা ডাক দেয় আমায়
গোলাপের হোক হিরোসিমা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন