“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ২ ডিসেম্বর, ২০১২

শেষচিঠি




হে প্রিয় ,
তুমি আমার নও তবুও যে 
ভালোবাসি তোমাকে আমি --
যদিও নেই হৃদয়ে ছোট্ট জায়গাটুকু 
তবুও যে ভালোবাসি তোমাকে আমি !!

জেনেও তুমি নও সাথী আমার 
ভালোবাসি তোমাকে আমি --
দোষটুকু যে আমার নয় তবুও বলি 
ভালোবাসি যে তোমাকে আমি !!

স্বপ্ন দোলায় দুলেছি যদিও জানি 
প্রেমের হাওয়াটুকু যে আমার নয় 
আকাশের তারার ভিড়ে এতটুকু জায়গা 
জানি আমার নয় তবুও বলি 
ভালোবাসি যে তোমাকে আমি 
হৃদয়ের পথে কাঁটাগুলো যে আমার 
ছলনায় ভরা জানি ওই হৃদয় 
জানি আমার কথা যে শুনবে না তুমি 
তবুও যে তোমাকে ভালোবাসি তোমাকে আমি ---

জানি চোখের পাতায় জমা জলটুকু 
দেখবে না তুমি -- শুনবে না ওই কান্না 
তবুও বলি --ভালোবাসি যে তোমাকে আমি 
পথ চেয়ে একা বসে থাকি তোমার আশায় 
জানি এ পথ তোমার নয় তবুও 
ভালোবাসি যে তোমাকে আমি 

গানের বীণা যে যায় থেমে 
তোলে না যে ছন্দের লহর 
জানি তুমি শুনবে না আমার বাঁধা গান 
প্রদীপ শিখা যে নিভে যাবে জানি 
তবুও যে ভালোবাসি তোমাকে আমি --

সবুজ তরুর হাওয়ায় দোলে 
শাখায় শাখায় লিখে যাই হারানো সেই নাম 
জানি নেবে না তুমি জীর্ণ এ পাতার নোহর 
তবুও বলি --ভালোবাসি যে তোমাকে আমি !!

অবসাদে চোখ দুটি হয় ম্লান আজ 
অভিমানে ঢেকে রাখি তারে দুহাতে 
জানি ফুরাবে আমার চোখের আলো 
জানি আসবে না তুমি কলে নিয়ে যেতে 
তবুও ভালোবাসি যে তোমাকে আমি --

শেষ যাত্রায় মরণের পথে আমি চেয়ে 
জানি সে পথ ফুরাবে না আমার 
বিদায় বেলায় জানি আসবে না তুমি 
তবুও যে ভালোবাসি তোমাকে আমি ---

মনের কথাটি তাই লিখলাম কবিতায় 
জানি শব্দগুলো বলবে আমার কথা 
রয়ে যাবে অক্ষরের আড়ালে আমার ব্যথা 
জানি হারানো দিনের ছায়াতীরে আসবে না ফিরে 
তবুও বলি শেষে --ভালোবাসি তোমাকে আমি  !!!

                          ........অরুণিমা 




কোন মন্তব্য নেই: