“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১২

আনন্দাশ্রু









ন্ধকারের উদাসী রাত কাটলো এই আশায় 
      ভোরের সূর্য ভাসাবে আবার আলোয় আমায় 
বলছে বাতাস ভরবে প্রাণ কুহুর মিষ্টি সুরে 
       আজ এই প্রেমিক মন ডাকছে যেন কারে ?

মনবাগানে আজ ফুটেছে কত যে ফুল 
     লেগেছে হৃদয়ে আজ ভালবাসার দোল ,
  হারিয়েছে আজ কত যে টুটে যাওয়া স্মৃতি 
     তোমার ছুঁয়ে এলো আলো সুখ প্রীতি !!

প্রদীপ আজ জ্বেলেছি মন দুয়ারে দেখো 
    তোমারই যে আমি একথাটি মনে রেখো --
আর বলোনা কিছু বুঝেছি প্রিয় আমি 
    চোখের ভাষা যে বলে দিল অনেক কিছু 
এতদিনে স্বপ্ন আমার হলো যে পূর্ণ 
    প্রিয়,তোমায় ছাড়া ছিলাম আমি অপূর্ণ !!

                                                              অরুণিমা 

কোন মন্তব্য নেই: