“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১২

মৌন অনুভুতি






 












মৌন আকাশতলে ব্যথাতুর নিঃসঙ্গ জীবন
        পলে পলে ছুঁয়ে যায় শুধু অসহ্য বেদন --
আজ আর নেই কোনো আশা নেই ভালবাসা
        আছে শুধু ব্যথা আর অশ্রুমেঘাচ্ছন্ন কুয়াশা !!

নীরবে মিলিয়ে গেছে তোমার দেওয়া সেই স্মৃতি মধুর
        দাড়িয়ে আছে আজ সম্মুখে ভয়ংকর বাস্তব কঠোর ----
হেঁটে যেতেই হবে আজ এই অশ্রুসজল চোখে কাটাভরা পথে
        মন ছাড়া কেউই যে বলেনি "আমি আছি তোমার সাথে "---

হাত ছুটে ছেড়ে চলে গেছে যত সেই অতীতের রাঙা পল
         পলকে চেয়ে দেখি রেখে গেছে শুধুই ব্যথা আর অশ্রুজল
মৌন আজ পাখিরা আর সেই স্মৃতির অপূর্ণ সব বাণী
          কোথাও রইলো না আর মনে তোমার প্রেম মূরতি !!

বলেছিলে তখন চোখে চোখ রেখে "আমি আছি সাথে"
          এগিয়ে চল শুধু রেখো হাত হাতে -----"
সময়ের স্রোতে হারিয়ে গেছে আজ সেই মধুর প্রতিশ্রুতি
          ফেলে রেখে গেছে শুধু তোমার স্পর্শের "মৌন অনুভূতি " !!!
                                                                                
                                                                         অরুণিমা

কোন মন্তব্য নেই: