ভালোই যদি না বাসিতে হায় কখনো
কেন ধরেছিলে সেদিন হাতে হাত বলো
ভালবাসা যদি মরীচিকা ছিলো তবে
কেন সেদিন আগলে দাড়ালে মোর পথ বলো ।।
ঘৃণা ভরে দিলে অন্তরে আজ ভালোবাসি বলে
আমি যে নই গো তোমার সেই স্বপ্নকন্যে
প্রীতিমূর্তি রূপে যে নারী এসেছিলো সেদিন
বাদল মেঘে ভেসেছিল ওই আকাশ নবীন ...
নিথর হয়ে পড়ে রইলো আমার স্বপন
কেটেছিলো সেদিন মিথ্যা প্রেমঘোর যেমন
চিরতরে দূরে চলে যেতে সময় এলো চলে
অশ্রু হয়ে ঝরবো এবার তোমার নয়ন হতে---
দেখব আজ কে প্রিয়জন মুছাবে সে অশ্রু
মনে পর্বে একদিন ভিখারী সে এসেছিল এক
তোমার দুয়ারে নিতে প্রেমের ভিক্ষা --
আজ দেখো মিশে আছে সে তোমার চরণ ধুলায়
নীরব প্রাণ এক --একমুঠো প্রেমভিক্ষার আশায় ।।
..........অরুণিমা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন