“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১২

আত্মহত্যার দায়ে হত্যার রায় দিলেন মহামান্য আদালত...
প্রহসনের ঢেউ নার্ভাস হয়ে ফিরে গেল ভাটায়...
সমাজবিদেরা বললেন' উচিত শিক্ষা হয়েছে'
ধর্মের জেহাদ নেস্তনাবুদ হল ইস্তেমালে ,ইন্তেকালে...
প্রান হানির জবাব বদলাল একবিংশ এক্তিয়ার..
 

কোন মন্তব্য নেই: