।। অভীককুমার দে।।
শূন্যতায় ধূসর মন কালো হলেই
জ্বালাময় তুফান কোনও অদৃশ্য ক্ষমতা,
দল বাঁধে,
বাঁধা সুতোয় টানটান প্রেম কিংবা
ছদ্মছন্দের জলীয় ছোঁয়া
ভারী হয়,
গাঢ় হয়,
ভিজে যায় মাটি আর চোখ।
কিছুই বোঝো না আকাশঘোরা ঘুড়ি ?
পতনের মেকি ছাড়পত্র পেলেই তাচ্ছিল্যের ফুঁ !
দলবদলের নাটাই দেখে বুঝে নিতে পারে কেউ
পাগলা ঘুড়ির দেশে কেবলই অদৃশ্য চাপ।
শূন্য থেকে শূন্যের দিকে
ঝরে পড়ছে অ-পদস্ত,
পতাকা নেমে আসছে প্রতিটি লাশের গায়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন